ভিটামিন ও খনিজ পদার্থ প্রত্যেক মানুষের জন্যেই অনেক প্রয়োজন কিন্তু মহিলারা এসব ঠিক মত পাচ্ছে কিনা এটি লক্ষ্য রাখা খুব ই জরুরী কেননা তারা গর্ভাবতী হয় ও মাসিক এর মধ্যে দিয়ে যায় যার কারণে শরীরে বড় পরিবর্তন আসে। তাই যেসব খাবার থেকে সহজেই আপনারা এসব পুষ্টি উপাদান ঠিকমত পাবেম তা খাওয়ার চেষ্টা করবেন। ১.ফলিক এসিডঃ মহিলাদের জন্য বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য ফলিক এসিড খুব গুরুত্বপূর্ণ। সন্তান কে সুস্থভাবে প্রসব করানোর জন্য ফলিক এসিডে থাকা ভিটামিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলিক এসিডের...

